+880 (2) 48950729(Ext.101)Main Campusসম্প্রতি (১৬ ফেব্রুয়ারি) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশীপ (এএবিএল) এর মধ্যে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চুক্তি স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার এএবিএল কার্যালয়ে এইউবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং এএবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট নিকোলাস ম্যাকডোনাল্ড চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের শিক্ষা এবং গবেষণার উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে এইউবি এবং এএবিএল এর মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার এই চুক্তি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। সেই সাথে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশীপ (এএবিএল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কবিশন এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে ফেলোশিপ প্রদান করে।

Back to Top