+880 (2) 48950729(Ext.101)Main Campus

এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনারগত ১৯ মে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর হায়ার ডিগ্রি রিসার্চ’ শিরোনামে এক সেমিনার এর আয়োজন করে। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান একাডেমি ফর বিসনেস লিডারশীপ (এএবিএল) এর ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ শফিকুর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক এ অনুষ্ঠানে যোগদান করেন।

এইউবি’র শিক্ষকদের অংশগ্রহনে আয়োজিত এ সেমিনারে উন্নত দেশে বিশেষ করে অস্ট্রেলিয়ায় পিএইচডি রিসার্চার হিসেবে সুযোগ লাভের বিভিন্ন দিক নিয়ে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এএবিএল এর ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ শফিকুর রহমান। তিনি উপস্থিত শিক্ষকম-লীর বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন, কলা অনুষদের ডিন ড. মোঃ মোহসিন উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি এএবিএল এর সাথে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আলোকে উভয় প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা, শিক্ষকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে এক সাথে কাজ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছে। এর ধারাবাহিকতা উভয় প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজিত হয়।

Back to Top